ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি?
Solution
Correct Answer: Option C
- ভাওয়াল জাতীয় উদ্যান মূলত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি।
- শাল এ উদ্যানের প্রধান বৃক্ষ।
- অন্যান্য বৃক্ষের মধ্যে কাঠাল, আজুলি, কুস্তী, গজারি ইত্যাদি উল্লেখযোগ্য।
- অন্যদিকে চাপালিশ পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে এবং গর্জন সুন্দরবনে জন্মায়।
- আর বাংলাদেশের দীর্ঘতম গাছ বৈলাম চট্টগ্রাম ও রাঙামাটির গহীন অরণ্যে পাওয়া যায়।