৫২ খানা তাসের একটি প্যাকেট থেকে ১টি তাস বের করা হলে তাসটি টেক্কা না হওয়ার সম্ভবনা কত?
Solution
Correct Answer: Option C
- একটি তাসের প্যাকেটে মোট তাসের সংখ্যা হলো ৫২টি।
- এর মধ্যে টেক্কা (Ace) থাকে ৪টি (হরতন, রুহিতন, ইশকাপন, চিড়িতন)।
- সুতরাং, টেক্কা নয় এমন তাসের সংখ্যা হলো (৫২ - ৪) = ৪৮টি।
- অতএব, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা হলো (টেক্কা নয় এমন তাসের সংখ্যা) / (মোট তাসের সংখ্যা) = ৪৮/৫২।
- ৪৮/৫২ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে (উভয়কে ৪ দিয়ে ভাগ করে) পাওয়া যায় ১২/১৩।