মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
Solution
Correct Answer: Option B
- আধুনিক জনগণ, যারা মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর-মধ্য আমেরিকাতে বসবাস করতো এবং তারা মায়াভাষী় পরিবারের মানুষ।
- মায়া সভ্যতা মধ্য আমেরিকার গুয়েতেমালা, বেলিজ ও মেক্সিকোর কিছু অংশ জুড়ে খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে গড়ে উঠেছিলো।
- খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে ৯০০ অব্দ পর্যন্ত এই যুগের বিদ্যামান ছিল।
- পাথুরে স্থাপত্যের জন্যে মায়া সভ্যতা বিখ্যাত।