শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?
A প্রকৃতি
B অনুসর্গ
C প্রত্যয়
D বিভক্তি
Solution
Correct Answer: Option B
-ব্যাকরণে বর্ণিত অব্যয় পদের একটি বিভাগ বিশেষ। -এই জাতীয় অব্যয় অন্য পদের পরে পৃথকভাবে বসে পদটিকে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্কিত করে বা বিভক্তির ন্যায় আচরণ করে। -এদের অন্যান্য নাম পরসর্গ, কর্মপ্রবচনীয় (post position)।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions