‘শত্রুর সহিত সন্ধি চাইনা’-এ বাক্যে ‘সহিত’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

A সমসূত্রে অর্থে

B সনে অর্থে

C সঙ্গে অর্থে

D সহ অর্থে

Solution

Correct Answer: Option A

এখানে 'সহ" 'সহিত' 'সঙ্গে' 'সনে' -এগুলা একেক বাক্যে একেক অর্থ প্রকাশ করেছে। যেমনঃ
 ১. শত্রুর সহিত সন্ধি চাইনা। ( সমসূত্রে অর্থে )
 ২. দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে। ( বিরুদ্ধগামীতা অর্থে )

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions