৫টি সংখ্যার গড় ৪০। যদি আরও ২টি সংখ্যা যাদের গড় ২১, সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ৭টি সংখ্যার গড় কত হবে?
A ৮.৭
B ৩০.১
C ৩৪.৫৭
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
৫টি সংখ্যার গড় ৪০।
৫টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৫ = ২০০
২টি সংখ্যা গড় = ২১
২টি সংখ্যার সমষ্টি = ২১ × ২ = ৪২
৭টি সংখ্যার সমষ্টি = ২০০ + ৪২ = ২৪২
৭টি সংখ্যার গড় = ২৪২/৭ = ৩৪.৫৭