Solution
Correct Answer: Option D
- ‘পায়ে পড়া’ শব্দটি ‘খোশামুদে’ অর্থে ব্যবহার করা রীতিসিদ্ধ নয়।
- এটি প্রচলিত অর্থ থেকে বিচ্যুত, তাই এই ব্যবহারটি ভুল।
- ‘পায়ে পড়া’ বলতে সাধারণত বোঝানো হয় ক্ষমা প্রার্থনা করা বা অনুনয়-বিনয় করা, যা কোনো সংকটপূর্ণ পরিস্থিতিতে নিজের সম্মানবোধ ছাড়িয়ে গিয়ে অন্যের কাছে দয়া বা সহানুভূতি চাওয়ার অর্থ প্রকাশ করে।
- ‘খোশামুদে’ বলতে বোঝায় চাটুকারিতা করা বা প্রশংসার মাধ্যমে অন্যের অনুগ্রহ লাভের চেষ্টা করা, যা সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।