''ইস্ট ইন্ডিয়া কোম্পানি'' কত বছর ভারত শাসন করে?

A প্রায় ২০০ বছর

B প্রায় ১০০ বছর

C প্রায় ১৫০ বছর

D প্রায় ৩০০ বছর

Solution

Correct Answer: Option B

- ১৬০০ সালের ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের অনুমোদনক্রমে পূর্ব ভারতে বাণিজ্য করার জন্য ২১৮ জন ইংরেজ বণিক একত্রিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে।
- ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে।
- এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়।
- এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়।
- এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)।
- শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)।
- ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন।

- অর্থাৎ প্রায় ১০০ বছরের মতো কোম্পানির শাসন ছিল, এরপর শাসন ব্যবস্থা সরাসরি ব্রিটিশ সরকারের অধিনে চলে যায়।
- ''ইস্ট ইন্ডিয়া কোম্পানি'' না বলে ইংরেজ/ব্রিটিশদের বলা হলে তখন ২০০ বছর উত্তর হতো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions