Solution
Correct Answer: Option D
- বাংলাদেশের অধিকাংশ চা বাগান সিলেট বিভাগে অবস্থিত।
- বাংলাদেশ চা বোর্ডের অধীনে দেশে মোট ১৭০টি চা বাগান রয়েছে। [আগস্ট ২০২৫]
এর মধ্যে-
✔ মৌলভীবাজারে : ৯১টি
✔ হবিগঞ্জে : ২৫টি
✔ চট্টগ্রামে : ২২টি
✔ সিলেটে : ১৯টি
✔ পঞ্চগড়ে : ১০টি
✔ রাঙামাটিতে : ২টি
✔ ঠাকুরগাঁওয়ে : ১টি
চা ও চা বাগান:
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।