কাকে ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত বলা হয়?
Solution
Correct Answer: Option D
স্যার সৈয়দ আহমদ খানঃ
- পরিচয়: ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত।
- অবদান: মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারা প্রচারের উদ্দেশ্যে ১৮৭৫ সালে আলীগড়ে ‘Muhammadan Anglo Oriental College' প্রতিষ্ঠা করেন । কলেজটি ১৯২০ সালে ‘আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়' এ উন্নীত হয় ।
- আলীগড় আন্দোলন: মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি সকল ক্ষেত্রেই প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য সৈয়দ আহমদ যে আন্দোলনের সূত্রপাত করেন তা ‘আলীগড় আন্দোলন' নামে পরিচিত ।
- আলীগড় ভারতের উত্তর প্রদেশে অবস্থিত একটি বিখ্যাত জেলা ।