সিপাহী বিদ্রোহের সময় বাংলায় নেতৃত্ব দেন কে?
Solution
Correct Answer: Option B
সিপাহী বিদ্রোহ:
• পরিচিত: ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্ৰোহ।
• বিদ্রোহে নেতৃত্ব দানকারী: মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। বিদ্রোহীরা দিল্লী দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশা বলে ঘোষণা করে।
• বিদ্রোহের প্রধান স্থানসমূহ: মিরাট, দিল্লী, কানপুর, লক্ষ্মৌ, ঝাঁসি এবং গোয়ালিয়র ।
• বাংলায় নেতৃত্ব দেন: হাবিলদার রজব আলী।
• অংশগ্রহণকারী: নানা সাহেব, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ও মৌলভী আহমদ উল্লাহ্।
• চট্টগ্রামের পদাতিক বাহিনী প্রকাশ্যে বিদ্রোহ করে: ১৮ নভেম্বর, ১৮৫৭ সালে
• ঢাকায় প্রতিরোধঃ ২২ নভেম্বর (লালবাগে নিয়োজিত সিপাহিগণকে নিরস্ত্র করতে গেলে তারা প্রতিরোধ সৃষ্টি করে)
• ফলাফল:
- শেষ পর্যন্ত এ সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়।
- চার মাস অবরোধের পর ব্রিটিশরা দিল্লি দখল করে নেয়।
- দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠায়।
- রানি লক্ষ্মীবাঈ যুদ্ধে নিহত হন ।
- নানা সাহেব পরাজিত হয়ে অন্তর্ধান করেন।
- নির্যাতনের পর ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় বিদ্রোহী সৈনিকের লাশ।
• বিদ্রোহীদের বিচারঃ অভিযুক্ত সিপাহীদের মধ্যে ১১জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
• সিপাহী বিদ্রোহের স্মরণীয় স্থানঃ বাহাদুর শাহ পার্ক (১৯৫৭ সালে বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে নামকরণ করা হয়)