একটি কোণের মান তার পূরক কোণের মানের চতুর্থাংশের সমান। কোণটির মান কত?

A 18°

B 36°

C 30°

D 45°

Solution

Correct Answer: Option A

দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
ধরি, নির্ণেয় কোণটির মান = ক°
তাহলে, কোণটির পূরক কোণের মান = (৯০ - ক)°

প্রশ্নানুযায়ী,
ক = (৯০ - ক) / ৪
বা, ৪ক = ৯০ - ক
বা, ৪ক + ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ৯০ / ৫
সুতরাং, ক = ১৮°

অতএব, কোণটির মান ১৮°।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions