Solution
Correct Answer: Option D
'দ্বিভাজিত অনুপাত' বা 'Sub-duplicate ratio' (বর্গমূলানুপাত) হলো কোনো অনুপাতের প্রতিটি পদের বর্গমূল নিয়ে গঠিত নতুন অনুপাত।
এখানে প্রদত্ত অনুপাতটি হলো ১৬ : ৯।
এর দ্বিভাজিত অনুপাত হবে = √১৬ : √৯
= ৪ : ৩
সুতরাং, সঠিক উত্তর ৪ : ৩।