বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি?
A দি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিঃ
B ওয়াসকম টেলিকম লিঃ
C গ্রামীণ ফোন টেলিকম লিঃ
D আদি টেলিকম লিঃ
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি.- সিটিসেল।
- এটি ১৯৮৯ সালে ট্রেড লাইসেন্স পায়।
- ১৯৯৩ সালে এটি যাত্রা শুরু করে।
- ২০১৬ সালে এটি বন্ধ হয়ে যায় ।