কোন বৃত্তের ব্যাস ৪ সে.মি হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
A 64π
B 16π2
C 16π
D 64π2
Solution
Correct Answer: Option C
(ব্যাস = ৪ সেমি ⇒ ব্যাসার্ধ = ২ সেমি
ক্ষেত্রফল = πr² = π×2² = 4π
দেওয়া অপশনের কোনোটির সাথে মিল নেই। যদি ব্যাসার্ধ ৪ সেমি হতো, তবে উত্তর হতো ১৬π, অর্থাৎ অপশন C.