Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) রচিত ‘আনন্দ মঠ’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে।
তার উল্লেখযোগ্য উপন্যাস হলো :
দুর্গেশনন্দিনী (১৮৬৫),
কপালকুণ্ডলা (১৮৬৬),
মৃণালিনী (১৮৬৯),
বিষবৃক্ষ (১৮৭৩),
রজনী (১৮৭৭),
কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও
সীতারাম (১৮৮৭)।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো:
চৈতালী ঘূর্ণি (১৯৩১),
ধাত্রীদেবতা (১৯৩৯),
কালিন্দী (১৯৪০),
পঞ্চপুণ্ডলী (১৯৫৬),
রাধা (১৯৫৭) ।
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো :
বিরাজ বৌ (১৯১৪) ,
পল্লী সমাজ (১৯১৬),
বৈকুণ্ঠের উইল (১৯১৬),
দেবদাস (১৯১৭) ,
গৃহদাহ (১৯২০) ,
শ্রীকান্ত [১ম -৪র্থ খণ্ড (১৯১৭-১৯১৮,১৯২৭,১৯৩৩)।