একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধি হার ৫%। মহল্লার বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল?

A ২১৫০ জন

B ২১০০ জন

C ২০০০ জন

D ২০৫০ জন

Solution

Correct Answer: Option B

এক বছর আগের জনসংখ্যা ১০০ জন হলে, ৫% বৃদ্ধিতে বর্তমান জনসংখ্যা ১০৫ জন

এখন,
বর্তমান জনসংখ্যা ১০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা ছিল = ১০০জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে এক বছর আগে জনসংখ্যা ছিল     = ১০০/১০৫ জন
বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা ছিল= ১০০*২২০৫/১০৫ জন
                                                                                = ২১০০ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions