Solution
Correct Answer: Option C
- অত্যন্ত প্রাচীন একটি জনপদ হচ্ছে এই বঙ্গ।
- বঙ্গ জনপদটি বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে গড়ে উঠেছিল।
- ধারণা করা হয় ‘বং’ নামের একটি জাতির বসবাস এই জনপদটির নামকরণের পেছনে কাজ করেছে।
- গঙ্গা ও ভাগিরথীর মাঝের অঞ্চলকে বঙ্গ বলা হতো।
- বঙ্গ বেশ বড় হলেও পাল ও সেন বংশীয় রাজাদের আমলে এটি ছোট হয়ে আসে।
- পাল বংশের শেষ দিকে বঙ্গ জনপদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এদের একটি উত্তর বঙ্গ ও আরেকটি দক্ষিণ বঙ্গ হিসেবে পরিচিত হয়।
- দক্ষিণের বদ্বীপ অঞ্চল দক্ষিণ বঙ্গের সীমা আর পদ্মা উত্তর বঙ্গের সীমা ছিল।
- বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল।
- আবার ড. মুহম্মদ হান্নান এর ‘বাঙালির ইতিহাস’ গ্রন্থে অনুযায়ী ‘হযরত নূহ (আঃ) এর সময়ের মহাপ্লাবনের পর বেঁচে যাওয়া চল্লিশ জোড়া নর-নারীকে বংশবিস্তার ও বসতি স্থাপনের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়েছিল।
- নূহ (আঃ) এর পৌত্র ‘হিন্দ’ এর নামানুসারে ‘হিন্দুস্তান’ এবং প্রপৌত্র ‘বঙ্গ; এর নামানুসারে ‘বঙ্গদেশ’ নামকরণ করা হয়েছিল।
- আর এই বঙ্গ থেকেই আমাদের আজকের এই বাঙালি জাতির উৎপত্তি হয়।’