”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
Solution
Correct Answer: Option A
-বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য।
-বিসর্জন নাটকের আখ্যান ত্রিপুরার রাজ পরিবারকে কেন্দ্র করে।
-রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গুণবতী, গােবিন্দমাণিক্য বিসর্জন নাটকের প্রধান চরিত্রগুলাের অন্যতম।
-'রাজর্ষি' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়।
-রবীন্দ্রনাথ রচিত বিসর্জন নাটক গোমতী নদীর কথা উল্লেখ আছে ।
-এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত ।