পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
A রক্তাক্ত প্রান্তর
B পরাক্রম
C বিদ্রোহী পদ্মা
D নীল দর্পন
Solution
Correct Answer: Option A
মুনীর চৌধুরী রচিত ' রক্তাক্ত প্রান্তর' নাটকটি মহাকবি কায়কোবাদের ' মহাশ্মাশান' মহাকাব্যকে আশ্রয় করে রচিত । এ নাটকটির মূল উপজীব্য ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ ।