‘প্রিয়াংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটির নেতিবাচক রূপ কোনটি?

A প্রিয়াংবদা যথার্থ কহে নাই

B প্রিয়াংবদা অযথার্থ কহিয়াছে

C প্রিয়াংবদা অযথার্থ কহে নাই

D কোনটিই নাই

Solution

Correct Answer: Option C

অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রুপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রাখতে হবে । যেমন প্রিয়াংবদা যথার্থ কহিয়াছে । এ বাক্যের নেতিবাচক রুপ : প্রিয়াংবদা অযথার্থ কহে নাই । এ দুটো বাক্যের মূলভাবের কোনো পরিবর্তন ঘটেনি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions