Solution
Correct Answer: Option C
বায়ুমণ্ডলে মিথেন উপাদানটি সবচেয়ে কম । বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ ০.০০০০২% । অন্যদিকে ওজোন, হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ যথাক্রমে ০.০০১%, ০.০০০০৫% ও ০.০৩%, ওজোন ০.০০০০৪% । এই অনুসারে ওজোন কম হওয়ার কথা, কিন্তু যত উপরের দিকে যাবে ততো 'ওজোন' এর পরিমাণ বাড়তে থাকবে, তাই এটা হিসাবে আনা যাবে না।
Source: britannica.com/science/chemical-element/The-atmosphere