কোন সুবেদার আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন?
A মূসা খান
B শায়েস্তা খান
C ইসলাম খান
D মুর্শিদকুলী খান
Solution
Correct Answer: Option B
- মীরজুমলার মৃত্যুর পর শায়েস্তা খান বাংলার সুবাদার নিযুক্ত হন।
- তাঁর সুবাদারী শাসনকাল দুপর্বে বিভক্ত ছিল।
- প্রথম দফায় ১৬৬৪ থেকে ১৬৭৮ খ্রি: পর্যন্ত এবং শেষে ১৬৭৯ থেকে ১৬৮৮ খ্রি: পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন।
- চট্টগ্রাম জয় করে এর নাম রাখেন ইসলামাবাদ।
- সন্দ্বীপ ও চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন। বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন।