যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে -
Solution
Correct Answer: Option A
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে ,তাদের উপসর্গ বলে ।
- খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি ।
- তৎসম উপসর্গ বিশটি ।
- বাংলা ভাষায় বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোন সংখ্যা নেই ।আরবি,ফারসি ,ইংরেজি ,হিন্দি -এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে ।এদের সাথে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে ।দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে ।বেমালুম শব্দটিতে 'মালুম' আরবি শব্দ আর 'বে' ফারসি উপসর্গ ।