নিচের কোনটি বর্ণ দ্বিত্বের উদাহরণ? 

A বড়

B এক্কেবারে

C ছোট

D এতটুকু

Solution

Correct Answer: Option B

উচ্চারণের সময় শব্দ মধ্যস্থিত কোনো বর্ণ দুবার উচ্চারিত হলে তাকে বর্ণ দ্বিত্ব বলে। যথা- ছোট>ছোট্ট, বড়>বড্ড, একেবারে>এক্কেবারে, এতটুকু>এত্তটুকু ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions