একে অন্যের ওপর নির্ভরশীল এবং দুটি বাক্যের সংযোগ ঘটায় কোন পদ?
Solution
Correct Answer: Option B
পরস্পর শর্ত বা সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সাথে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করলে তাকে সাপেক্ষ সর্বনাম বলে।
একটির সাপেক্ষে অন্যটি ,অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল এবং তা দুটি বাক্যের সংযোগ ঘটায় ।
- যে - সে, যিনি - তিনি, যারা - তারা, যা - তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম
যেমন-যেমন কর্ম তেমন ফল ।যত গর্জে তত বর্ষে না ।