Solution
Correct Answer: Option D
- ক্রিয়া পদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় ,তাকে সম্বন্ধ পদ বলে ।
- সম্বন্ধ পদ বহু প্রকারের হতে পারে।
যেমন:
- অধিকরণ সম্বন্ধ : রাজার রাজ্য, প্রজার জমি।
- কার্যকারণ সম্বন্ধ : অগ্নির উত্তাপ, রোগের কষ্ট।
- হেতু সম্বন্ধ : ধনের অহংকার, রূপের দেমাক।
- ব্যাপ্তি সম্বন্ধ : রোজার ছুটি, শরতের আকাশ।
- অভেদ সম্বন্ধ : জ্ঞানের আলোক, দুঃখের দাহন।
- উপমান-উপমেয় সম্বন্ধ : ননীর পুতুল, লোহার শরীর।
- নির্ধারক সম্বন্ধ : সবার সেরা, সবার ছোট।