Solution
Correct Answer: Option C
৪ এপ্রিল, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত North Atlantic Treaty Organization (NATO) হলো সামরিক সহযোগিতার জোট। এ জোটভুক্ত দেশগুলো পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।
-ন্যাটোর বর্তমান সদস্য ৩২টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
-সর্বশেষ ৩২তম সদস্য দেশ সুইডেন।
-এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে)।
অন্যদিকে, ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়।
-৮ সদস্য বিশিষ্ট সার্কের (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা) সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
-১৯১৯ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে International Labour Organization (ILO) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
-২২ জুন, ১৯৭২ সালে বাংলাদেশ ILO এর সদস্যপদ লাভ করে।
-৬ জুন, ১৯৯৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদস্য সংখ্যা ৭টি দেশ (বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড)।
-২০১৪ সালে ঢাকায় BIMSTEC এর সদর দপ্তর স্থাপন করা হয়।