কোন বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের বাঁধাকে কি বলে?

A বোধ

B রোধ

C ল্যাগিং

D রিডিং

Solution

Correct Answer: Option B

- রোধ হচ্ছে বিদ্যুৎ পরিবাহীর ধর্ম। বিদ্যুৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ বাধাগ্রস্থ হয় বা বিঘ্নিত হয়, তাকে রোধ বলে।

অন্যদিকে,
- ল্যাগিং বলতে বোঝায় AC বর্তনীতে প্রবাহ এবং ভোল্টেজের মধ্যে সময়ের পার্থক্য।
- রিডিং বলতে বোঝায় কোন যন্ত্রের স্কেলে দেখানো মান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions