কোন গুপ্ত সম্রাট ‘সকলের উচ্ছেদকারী’ হিসেবে পরিচিত ছিলেন?
Solution
Correct Answer: Option A
- গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত তার সামরিক দক্ষতা ও রাজ্যজয়ের জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
- তিনি উত্তর ভারতের (আর্যাবর্তের) নয়জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য গুপ্ত সাম্রাজ্যের সরাসরি অধীনে নিয়ে আসেন।
- তার সভাকবি হরিষেণ রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়, তিনি বহু রাজাকে পরাজিত ও উচ্ছেদ করেছিলেন।
- এই ব্যাপক রাজ্যজয়ের কারণে তিনি 'সর্বরাজোচ্ছেত্তা' উপাধি ধারণ করেন, যার অর্থ 'সকল রাজার উচ্ছেদকারী'।
- তার সামরিক সাফল্যের জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে 'ভারতের নেপোলিয়ন' বলেও আখ্যায়িত করেছেন।