কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব হবে?
Solution
Correct Answer: Option D
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ২ = লম্ব২ + ভুমি২ ।
এখন, প্রদত্ত অপশনগুলোর মধ্যে ( ঘ ) অপশনটি ক্ষেত্রে, ৫২ = ২৫ এবং ৩২ + ৪২ = ৯ + ১৬ = ২৫ ।
সুতরাং সঠিক উত্তরটি হলো ( ঘ ) ৩ : ৪ : ৫ ।