বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?

A বাইনারি

B দশমিক

C অকটাল

D হেক্সাডেসিমেল

Solution

Correct Answer: Option A

লজিক্যাল চলক এবং লজিক্যাল অপারেশনসমূহের মাধ্যমে গঠিত গণিতকে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেবরা বলে। এটি যৌক্তিক/লজিক্যাল সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। সত্য এবং মিথ্যাকে যথাক্রমে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়।
- 0 এবং 1 এর বাইরে অর্থাৎ বাইনারি ব্যতীত বুলিয়ান অ্যালজেবরায় অন্য কিছুই ব্যবহৃত হয় না। 
- ১৮৫৪ সালে গণিতিবিদ জর্জ বুল (George Boole) এটি প্রতিষ্ঠা করেন। 
- বুলিয়ান অপারেশন তিনটি। যথা: AND (অ্যান্ড), OR (অর), NOT (নট)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions