টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়?

A আটলান্টিক মহাসাগর

B প্রশান্ত মহাসাগর

C ভারত মহাসাগর

D লোহিত মহাসাগর

Solution

Correct Answer: Option A

• তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ আধুনিক ও বিলাসবহুল ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিক।
• ১০ এপ্রিল ১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে উদ্বোধনী যাত্রার ষষ্ঠ দিনে অর্থাৎ
• ১৫ এপ্রিল ১৯১২ উত্তর- আটলান্টিক মহাসাগরের হিম শৈলের সাথে ধাক্কা খেলে জাহাজটির তলদেশে ফাটল ধরে এবং জাহাজটি ডুবে যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions