'সাফারি পার্ক' কি জাতীয় পার্ক?

A ফুলের বাগান

B পাখি পালনের স্থান

C বিরাট উদ্যান

D জীবজন্তুর অভয়ারণ্য

Solution

Correct Answer: Option D

সাফারি পার্ক এক প্রকারের অভয়ারণ্য । যেখানে সকল প্রকার জীবজন্তু অবাধে বিচরণ করতে পারে । এ ধরণের পার্ক প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বন-জঙ্গলকে কেন্দ্র করে গড়ে তোলা হয় । বাংলাদেশের প্রথম সাফারি পার্ক 'বঙ্গবন্ধু সাফারি পার্ক', যা কক্সবাজারের চকোরিয়ায় অবস্থিত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions