কোম্পানির কোন নীতির কারণে ছিয়াত্তরের মন্বন্তর ত্বরান্বিত হয়?

A বাণিজ্য নীতি

B সামরিক নীতি

C রাজস্ব নীতি

D ভূমি ব্যবস্থাপনা

Solution

Correct Answer: Option C

ছিয়াত্তরের মন্বন্তর : 
- কারণ : পঙ্গপাল ও পোকার আক্রমণে ফসল নষ্ট, রাজস্ব নীতি
- সময় : ১৭৭০ সাল (বাংলা ১১৭৬ সাল)
- মৃত্যু : প্রায় ১ কোটি মানুষ (বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা যায়)
- দুর্ভিক্ষের সময় দিল্লির সম্রাট ছিলেন : শাহ্ আলম
- গ্রন্থ : জন ফিক্সের ‘The Unseen World'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions