Solution
Correct Answer: Option D
- লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন এবং তিনি ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন প্রবর্তন করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছে :
- শিক্ষা কমিশন গঠন (হান্টার কমিশন),
- আফগান সীমান্ত সমস্যার সমাধান,
- সংবাদপত্রের স্বাধীনতা,
- স্থানীয় স্বায়ত্বশাসনমূলক আইন,
- ফ্যাক্টরি আইন (দৈনিক ৮ ঘন্টা কাজের নিয়ম) ইত্যাদি।