বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রচারিত প্রথম নাটক-
Solution
Correct Answer: Option A
১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র স্থাপিত হয়। এর উদ্বোধনী দিনেই প্রচারিত হয় প্রথম নাটক কাঠঠোকরা। বুদ্ধদেব বসু রচিত ও সুদেব বোস প্রযোজিত এ নাটকে অভিনয় করেন রমাকৃষ্ণ রায়, খগেশ চক্রবর্তী, সুধীর সরকার, মায়া বোস, বিপুল দত্তগুপ্ত, আমোদ দাশগুপ্ত, সাবিত্রী ঘোষ, সুনীল চট্টোপাধ্যায়, বীরেশ্বর বোস এবং পারুল দেবী। নাটকটির প্রচার সময় ছিল ৪৫ মিনিট।