কোন কবিকে 'বিদ্রোহী কবি' বলা হয়?
A কাজী নজরুল ইসলাম
B হেলাল হাফিজ
C সুভাষ মুখোপাধ্যায়
D সুকান্ত ভট্টাচার্য
Solution
Correct Answer: Option A
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য "অগ্নিবীণা" । কাব্যটি ১৯২২ সালের অক্টোবর মাশের প্রকাশিত হয় ।এ কাব্যের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' সেজন্য তাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় ।