‘প্রভাত-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ-চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
A কৃষ্ণচন্দ্র মজুমদার
B কালি প্রসন্ন সিংহ
C কালীপ্রসন্ন ঘোষ
D এস ওয়াজেদ আলী
Solution
Correct Answer: Option C
- কালীপ্রসন্ন দর্শন ও সমাজ সম্পর্কে অনেক মূল্যবান প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন।
- প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য:
- প্রভাত-চিন্তা (১৮৭৭),
- নিভৃত-চিন্তা (১৮৮৩)
- নিশীথ-চিন্তা (১৮৯৬)।