রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
Solution
Correct Answer: Option C
o গ্রুপের রক্তবিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে। এজন্য o রক্তের গ্রুপকে সর্বজনীন রক্তদাতা বলা হয় ।AB রক্তধারী ব্যক্তি যেকোনো ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারে । তাই তাকে সর্বজনীন রক্ত গ্রহীতা বলা হয় ।