'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা '- এই পঙক্তিটির রচয়িতা কে?

A আবদুল গফফার চৌধুরী

B অতুল প্রসাদ

C শামসুর রাহমান

D হুমায়ূন আহমেদ

Solution

Correct Answer: Option B

অতুল প্রসাদ সেন কর্তৃক রচিত 'মোদের গরব মোদের আশা ,আ - মরি বাংলা ভাষা !--গানটি ষাটের দশকে পূর্ববাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল ।তার রচিত গানের সংখ্যা প্রায় দুশো ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions