বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?

 

A ডিঙা

B ডিঙ্গি

C ডাঙগা

D ডোঙা

Solution

Correct Answer: Option A

শব্দে সঙ্গে যে সব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।

আ- প্রত্যয় (বৃহদার্থে) :
- অবজ্ঞার্থে: চোর + আ = চোরা, কেষ্ট + আ = কেষ্টা।
- বৃহদার্থে: ডিঙ্গি + আ = ডিঙ্গা
- সদৃশ অর্থে: বাঘ + আ = বাঘা, হাত + আ = হাতা।
- সমষ্টি অর্থে : বিশ + আ = বিশা, বাইশ + আ = বাইশা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions