বাংলা গদ্য সাহিত্যে কোন লেখকের রচনা রীতিকে ‘আলালি ভাষা’ আখ্যা দেয়া হয়?
A প্যারীচাঁদ মিত্র
B রাজনারায়ণ বসু
C কালী প্রসন্ন সিংহ
D মাইকেল মধুসূদন দত্ত
Solution
Correct Answer: Option A
বাংলা গদ্য সাহিত্যে পারেচাদ মিত্র -র রচনা রীতিকে বলা হয় 'আলালি ভাষা ' বলা হয় ।তিনি এই রীতি ব্যবহার করে তার ও বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল রচনা করেন ।