রতন চরিত্রটি কোন ছোটগল্পের অর্ন্তভুক্ত?
A দুঃখিনী
B কুমুদিনী
C নষ্টনীড়
D পোস্টমাস্টার
Solution
Correct Answer: Option D
রতন চরিত্রটি রবীন্দ্রনাথের পোস্টমাস্টার ছোটগল্প থেকে নেওয়া হয়েছে । ভূপতি ও চারুলতা হল নষ্টনীড় ছোটগল্পের চরিত্র ।কুমুদিনী হল রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসের চরিত্র ।