বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশী?
A ময়মনসিংহ
B কুমিল্লা
C চট্টগ্রাম
D যশোর
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি উপজেলা আছে, মোট ১৭ টি।
- ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলা রয়েছে।
- চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলা রয়েছে।
- যশোর জেলার ৮ টি উপজেলা রয়েছে।