৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
পুত্রের বর্তমান বয়স = ২০ বছর
.: ৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ২০ - ৫ = ১৫ বছর
তাহলে, ৫ বছর পূর্বে, পিতার বয়স ছিল = ৬০ - ১৫ বছর = ৪৫ বছর
অতএব, বর্তমানে পিতার বয়স = ৪৫ + ৫ = ৫০ বছর