পৃথিবীর তলে কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন হবে-
A ৯৮ নিউটন
B ৯.৮ নিউটন
C ০.৯৮ নিউটন
D ৯৮০ নিউটন
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
পৃথিবীর তলে কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম।
অভিকর্ষজ ত্বরণ 'g' এর আদর্শ মান ৯.৮১ ms−2
⇒ বস্তুর ওজন w = mg
⇒ w = ১০ × ৯.৮১
= ৯৮.১ নিউটন
≈ ৯৮ নিউটন।