‘বেগম’ পত্রিকার সম্পাদক কে?

A মালাধর বসু

B রাম রাম বসু

C সুফিয়া কামাল

D বেগম রোকেয়া

Solution

Correct Answer: Option C

- 'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুফিয়া কামাল।
- তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- সাঁঝের মায়া (১৯৩৮),
- মায়া কাজল (১৯৫১),
- মন ও জীবন (১৯৫৭),
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮),
- উদাত্ত পৃথিবী (১৯৬৪),
- দিওয়ান (১৯৬৬),
- অভিযাত্রিক (১৯৬৯),
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০),
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions