প্রাচীন "চন্দ্রদ্বীপ" এর বর্তমান নাম কী?

A ফরিদপুর

B বরিশাল

C নোয়াখালী

D রাজশাহী

Solution

Correct Answer: Option B

- এ পর্যন্ত প্রাচীন বাংলায় যে ১৬ টি জনপদের কথা জানা যায় তার মধ্যে হরিকেল ও চন্দ্রদ্বীপ অন্যতম।
- হরিকেল জনপদটির অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে।
- মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল।
- আর বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions