পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার?
A এনিয়্যাক
B ক্যানিয়্যাক
C ইজিফেলা
D ডিপ্ল্যাক
Solution
Correct Answer: Option A
- প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার- এনিয়্যাক-১।
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার- ইউনিভ্যাক-১।
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- এডস্যাক।
- ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার- পিডিপি-৮।